চাটখিলে চোরের জরিমানার টাকা চাইতে গিয়ে হামলায় আহত কামাল
চাটখিলে নিজের মোবাইল চুরির জরিমানার টাকা চেয়ে উল্টো চোরদের হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকুরী করা কামাল হোসেন নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্য ঘাটলাবাগ আনোয়ার হোসেন মাস্টার বাড়িতে।
এই ঘটনায় গতকাল (বৃহস্পতিবার) রকি ও রনি নামের দুই ভাইকে বিবাদী করে চাটখিল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কামাল হোসেন।
অভিযোগের সূত্র থেকে জানা যায়,কয়েক মাস আগে কামাল হোসেনের ৬৫ হাজার টাকা মূল্যের একটি সামসাং মোবাইল ফোন চুরি করে একই বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে রকি।চুরির ঘটনা প্রমানিত হলে স্থানীয় শালিস দাররা রকির ২৭ হাজার টাকা জরিমানা করেন এবং তা ২ মাসের মধ্য পরিষদের জন্যে রায় দেন। কিন্তু দীর্ঘ দিন পার হলেও রকি তা পরিশোধ করেনি। বার বার টাকার জন্যে ধর্না দিয়েও কোন লাভ হয়নি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে টাকা চাইতে গেলে রকি এবং তার ভাই রনি ক্ষিপ্ত হয়ে কামাল হোসেনের উপর হামলা চালিয়ে তাকে আহত করে এবং তাদের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ক্ষতিসাধন করে।
চাটখিল থানার ডিউটি অফিসার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেছেন পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে।