চাটখিলের পাল্লা বাজারে হতদরিদ্রদের মাঝে সাংবাদিক মাসুদ রানার ইফতার সামগ্রী বিতরণ
চাটখিল প্রতিনিধি-
রফিকুজ্জামান মাসুদ রানা, সাওন টাইলস্ কর্নারের স্বত্বাধিকারী। এছাড়া মাসুদ রানা এন্টারপ্রাইজ নামে তার ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। ঢাকা ফার্মগেট কর্নার প্রেস সুপার মার্কেটে “আলোচিত বাংলাদেশ ডিজাইন হাউজের মালিক তিনি।
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘ঢাকা প্রতিদিন” পত্রিকার চাটখিলের প্রতিনিধি হিসাবে কাজ করছেন মাসুদ রানা।একজন যুব সমাজসেবক হিসাবে রফিকুজ্জামান (মাসুদ রানা) এলাকাবাসীর যে কোন বিপদে-আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এলাকার অসহায় মানুষকে বিপদে আপদে মাসুদ রানা আর্থিক ও মানবিক সহায়তা করে আসছেন।
মাসুদ রানার যে ইফতার সামগ্রী প্রদান করেছেন, তার মধ্যে রয়েছে, মুড়ি ২কেজি,তৈল ২লিটার, সোলা ২কেজি, চিনি ১কেজি, ট্যাংক (সরবত)৪০০গ্রাম ১টা,পেয়াজ ৩ কেজি ও খেজুর।