চাটখিল প্রতিনিধি-
সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে- জাহাঙ্গীর কবির
চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পবিত্র রমজানে তাদের সাধ্যমত অসহায় হতদরিদ্র মানুষের দাঁড়াতে হবে। ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। জাহাঙ্গীর কবির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে।
৭এপ্রিল বৃহস্পতিবার চাটখিল উপজেলার ১ নং সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির এসব কথা বলেন।
সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ধিত সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ১ নং সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হায়দার সোহেল।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, জেলা আওয়ামীলীগে সদস্য সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, আহসান হাবিব সমীর, বাকি বিল্লাহ, চাটখিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, মাহমুদ হোসেন তরুন সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর,বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল দেওয়ান, জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাজু পাল, যুবলীগ নেতা ওমর ফারুক রাজু ছাত্রলীগ নেতা সাইফুল গাজী প্রমুখ নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় সিদ্ধান্ত হয় ঈদুল ফিতরের পর অত্র ইউনিয়নের সকল ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে নতুন করে কমিটি গঠন করা হবে।
সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন ১ নং সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাদা ইকবাল রিপন।