সন্ত্রাস মাদক ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযান
আবাসিক হোটেল থেকে ১ নারীসহ ৩ খদ্দের গ্রেফতার
বিশেষ প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল থানার পুলিশ আবাসিক হোটেল ফারহানা থেকে ১ নারীসহ ৩ খদ্দেরকে গ্রেফতার করেছে।
১২ ই এপ্রিল মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার আজিজ সুপার মার্কেটের ৪র্থ তলায় আবাসিক হোটেল ফারহানায়, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনের নির্দেশে এসআই হাফিজ খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে,মোহাম্মদ জসিম (৩৫),আব্দুর রহিম (৪৩),শামসুল আলম (৫৫) ও শাহিনুর বেগম (৩৫)কে গ্রেফতার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন অসামাজিক কার্যক্রম বন্ধে হোটেলগুলোতে অভিযান অব্যাহত থাকবে।