নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুসহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা এবং দেশব্যাপী নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।