চাটখিলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষনের উদ্বোধন
চাটখিল প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীনস্থ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষক ও সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষনণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে চাটখিল উপজেলা হলরুমে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মোহাম্মদ মোসা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এহছানুল হক চৌধুরীর সভাপতিত্বে আকলিমা আক্তার মুন্নীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভুইয়া, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নোয়াখালী জেলার সহকারী পরিচালক বিদ্যুৎ কুমার বর্মন, এন রাশের প্রধান নির্বাহী আবুল হাশেম, এস এস ইউএসের প্রধান নির্বাহী আজাদ মিয়া, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল কানন, এনজিও কর্মকর্তা আনোয়ার হোসেন, আকরাম হোসেন হৃদয় প্রমূখ।