নোয়াখালীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত
জেলা প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নোয়াখালীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মুজিব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের নেতৃত্বে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. নাজিমুল হায়দার, এডিএম তামান্না মাহমুদ , অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মিল্টন রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) অজিত দেবসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কর্মকর্তা-কর্মচারীগণ।
পুলিশ প্রশাসন
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শণ, নিরাবতা পালন, তাঁর আত্মার শান্তি কামনা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন জেলা সিআইডির বিশেষ পুলিশ সুপার,মো: বশির আহমেদ, জেলার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, জেলা পিবিআই’র পুলিশ সুপার মো: মিজানুর রহমান মুন্সিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদা’র পুলিশ সদস্যগণ ।
জেলা আওয়ামীলীগ
জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জেলার সহ সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, আওয়ামী লীগ নেতা আবু তাহের, মিয়া মো, শাহজাহান, আবু জাহের মোস্তফা ইকবাল, নাছির উদ্দিন, ফুয়াদ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা। পরে শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর নেতৃত্বে সাধারণ সম্পাদক মিথিুন ভট্রসহদলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়াও মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলার সির্ভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকরামুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার মোজাম্মেল হক মিলনসহ বিভিন্ন সরকারি-আধা সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতি সংগঠন।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলাশিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. নাজিমুল হায়দাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম(বার), এডিএম তামান্না মাহমুদ, নোয়াখালী কলেজের অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্যাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার মোজাম্মেল হক মিল বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম জিএস,ও মিয়া মো. শাহজাহান। শেষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।