চাটখিলে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ করেন-আলহাজ্ব জাহাঙ্গীর আলম
স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর চাটখিলে দিনব্যাপী রহমত উল্লাহ আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গরীব, অসহায়-দরিদ্র সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৬এপ্রিল) সকাল ১০টা উপজেলার খিলপাড়া ইউনিয়নের নয়নপুর বাজার থেকে শুরু করে ঈদ উপহার শাড়ি লুঙ্গি বিতরণের কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি এবং রহমত উল্লাহ আজিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন,সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, চাটখিল পৌর আওয়ামীলীগের সভাপতি শাহাজাহান খান বাবুল,খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ মানিক, খিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর হোসেন,জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল দেওয়ান,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির হোসেন প্রমূখ।
জাহাঙ্গীর আলম বলেন আজ দিনব্যাপী, ৯নং খিলপাড়া, ২নং রামনারায়নপুর, ৭নং হাটপুকুরিয়া ও ৮নং নোয়াখলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণের মাঝে ঈদ উপহার শাড়ী- লুঙ্গি বিতরণ করা হয়।
ধারাবাহিক ভাবে নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ীর সংসদীয় আসনের ১৬২ওয়ার্ডে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার শাড়ি লুঙ্গি বিতরণ করা হবে।