চাটখিল, নোয়াখালী, বিশেষ সংবাদ, রাজনীতি | তারিখঃ জুন ৯, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 94225 বার
যুবলীগের শান্তি সমাবেশ উপলক্ষে চাটখিলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চাটখিল প্রতিনিধি
শুক্রবার (৯জুন) চাটখিল উপজেলায় জেলা পরিষদের অডিটোরিয়ামে কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচি চট্টগ্রাম বিভাগে শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে চাটখিল উপজেলা যুবলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল হাই।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমান শিপন,চাটখিল উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক নজরুল দেওয়ান, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক দিদারুল আলম, চাটখিল উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবায়ক সুমন আহমেদ, যুবলীগ নেতা ফরিদ আহমেদ,লায়ন সপন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তরুণ হোসেন তিন্নি, কলেজ ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক সুমন খান।
উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন মিল্টনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবায়ক নুর আলম জিকু,পৌরসভা যুবলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক রায়হান গাজী,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সাইফুল গাজী, ওহিদুল ইসলাম বাদল, যুবলীগ নেতা গোলাম ছামদানি শাহিন, মাহমুদ রনি, জুয়েল ভূঁইয়া,নাসির উদ্দিন পিয়াস প্রমুখ।
এসময় বক্তারা বলেন বিএনপি ও তাদের দোসর স্বাধীনতা বিরোধী শক্তি আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, বাংলাদেশকে অস্থিতিশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে টেক ব্যাক বাংলাদেশ স্লোগান দিয়ে পঁচাত্তরের পনেরোই আগস্ট, জঙ্গি নেতা বাংলা ভাই,আব্দুর রহমান, সারাদেশে একযোগে ৬৪জেলায় সিরিজ বোমা হামলা ও আবারো হাওয়া ভবন বানিয়ে বাংলাদেশকে দূর্নীতির আখড়া বানাতে চায়। তাদের এই ব্যর্থ চেষ্টা যুবলীগ রাজপথে থেকে প্রতিহত করার ঘোষণা দেন।
উল্লেখ্য ৭বিভাগে শান্তি সমাবেশের জন্য প্রস্তুতি সভার সিদ্ধান্ত নিয়েছে যুবলীগ। প্রতিটি জেলা, উপজেলা ও থানায় বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ জুন থেকে ১২ জুন চট্টগ্রাম, ১৫ থেকে ১৮ জুন রাজশাহী ও রংপুর (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও নাটোর জেলা ব্যতীত), ২০ থেকে ২৩ জুন বরিশাল, ৫ থেকে ৮ জুলাই সিলেট, ১২ থেকে ১৬ জুলাই খুলনা ও ১৮ থেকে ২০ জুলাই ঢাকা বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায় বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এ শান্তি সমাবেশ করবে যুবলীগ।
Leave a Reply