অর্থ ও বাণিজ্য, আইন ও আদালত, ক্যাম্পাস সংবাদ, খেলাধুলা, গনমাধ্যম, জবস, জাতীয়, জেলার খবর, টপ নিউজ, প্রবাসে বাংলা, প্রযুক্তি, বিনোদন, বিশেষ সংবাদ, মতামত, রাজধানী, রাজনীতি, রাশিফল, লাইফ স্টাইল, শিক্ষাঙ্গন, সারাবিশ্ব, সাহিত্য, স্বাস্থ্য ও চিকিৎসা | তারিখঃ মার্চ ২০, ২০২১ | নিউজ টি পড়া হয়েছেঃ 20966 বার
অনলাইন ডেস্ক
সুন্দরবনের ভোলা নদীর চর থেকে একটি রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টায় শরণখোলা রেঞ্জের ভোলা নদীর ধুনছেবাড়িয়া চরে মৃতদেহটি পায় শরণখোলা স্টেশনের বনরক্ষীরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, নিয়মিত টহলের সময় বনরক্ষীরা ধুনছেবাড়িয়া চরে একটি মৃত বাঘ দেখতে পায়। পরে সেটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নেওয়া হয়। বাঘটির শরীরে হালকা পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে বাঘটির মৃত্যু হয়েছে। জোয়ারের পানিতে ভেসে চরে এসে আটকে পড়েছে। বাঘটির বয়স আনুমানিক ১৪-১৫ বছর হবে। শনিবার (২০ মার্চ) প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সহায়তায় ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হবে।’
মৃত্যুর সঠিক কারণ জানতে স্যাম্পল ঢাকাস্থ ফরেনসিক ল্যাবে পাঠানো হবে বলে জানান তিনি।
Leave a Reply