চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ মার্চ ২১, ২০২১ | নিউজ টি পড়া হয়েছেঃ 1199 বার
লক্ষ্মীপুরে ডাকাতি করে নিয়ে যাওয়া মালামালসহ গ্রেফতার হওয়া তিন যুবককে শনিবার বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। চন্দ্রগঞ্জ থানার ওসি একেএম ফজলুর রহমান বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন। ওই তিন যুবক হলো, সদর উপজেলার পশ্চিম লক্ষীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে তারেক আজিজ (২৯), সামুর ছেলে সবুজ (২৬) ও রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মুরাদ হোসেন (৩৪)। তবে ওই তিন যুবকের বিষয়ে বিস্তারিত আর কোন তথ্য নেয়া সম্ভব হয়নি।
পুলিশ বলেছে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডাকাতির মালামালসহ গত দুইদিনে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত শনিবার (১৩মার্চ) সদর উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামে ডাকাতির ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য ইয়াসিন আরাফাত তুষার চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তাদের দেওয়া তথ্যমতে ডাকাতি হওয়া লুন্ঠিত মালামাল পশ্চিম লক্ষীপুর এলাকা থেকে শনিবার দুপুরে পুলিশ উদ্ধার করে।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা একটি কোড়াবাড়ি, একটি জিআই পাইপ ও একটি সিএনজি জব্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৪ হাজার ৫০০ টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল, তিনটি আংটি, একটি চেইন, দুটি বিদেশি কম্বল, ৩২ ইঞ্চি এলইডি টিভি, একটি স্মার্টফোন, বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
Leave a Reply