চাটখিলে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের দুইবারের সম্পাদক এডভোকেট আবদুন নুর দুলালের গণসংবর্ধনা
বিশেষ প্রতিনিধি
নোয়াখালী চাটখিল উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের কৃতি সন্তান এডভোকেট আবদুন নুর দুলাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের ২য় বারের মতো সম্পাদক নির্বাচিত হওয়ায় বদলকোট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বদলকোট উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
২৫ শে এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ি আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী,
প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারি ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম,
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু,চাটখিল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী,উপজেলা আওয়ামীলীগ নেতা মফিজ উল্লাহ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেয়মান শেখ প্রমুখ।
বদলকোট ইউনিয়ন উত্তর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আহসান হাবীব সমীর,সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন,বিআরডিবির চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান,চাটখিল পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান খান বাবুল,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আজাদ খান,উপজেলা মহিলা আওয়ামিলীগের সভাপতি শামীম আক্তার মেরী।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন এডভোকেট আবদুন নুর দুলাল আমাদের এই অঞ্চলের গৌরব এবং সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনে আমাদের দলের হারানো ঐতিহ্য ওনার হাত দিয়ে ফিরে এসেছে এই জন্য ওনাকে ধন্যবাদ।তিনি অত্যন্ত দক্ষ,যোগ্য ও মেধাবী আইনজীবী চাটখিলবাসী ওনার মাধ্যমে উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন,এবং মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে ২০৪১ সালের মধ্যমে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।
সংবর্ধিত অতিথি আবদুন নূর দুলাল অনুষ্ঠানের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে চাটখিলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যেকোনো প্রয়োজনে চাটখিলের জনগণের পক্ষে থাকবেন বলে মত প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে তিনি বক্তব্য শেষ করেন।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন যেএলাকায় গুনিজনের মর্যাদা নাই সেখানে গুনিজন জন্মায়না,এডভোকেট আবদুন নুর দুলাল এর নেতৃত্বে বাংলাদেশে আধুনিক বিচার ব্যবস্থা প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং শেখ হাসিনার নেতৃত্বে স্মাট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।