চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালী চাটখিল খিলপাড়া বাজারের তৈল ব্যবসায়ী আনোয়ার হোসেনের পর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী রবিউল ইসলাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় রয়েছে একাধিক মাদক মামলা।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে খিলপাড়া ইউনিয়ন কতিথ যুবলীগের নেতা, মাদক ব্যবসায়ী রবিউল এসে তার হুন্ডায়, আনোয়ার হোসেনকে ৫ লিটার তৈল দিতে বলে।এ সময় আনোয়ার বাকিতে তেল দিতে অস্বীকৃতি জানালে রবিউল আনোয়ারের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
রবিউল ইসলাম আনোয়ার হোসেনকে অকথ্য ভাষায় গালি গালাজ করে। তার হাতে থাকা মোটর সাইকেলের চাবি দিয়ে আনোয়ার হোসেনের ডান চোখে আঘাত করে।
এরপর আনোয়ার হোসেনের শরীরের বিভিন্ন অংশে কিল ঘুষি মেরে গুরুতর আহত করে। আনোয়ার হোসেনের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে রবিউল ঘটনাস্থল ত্যাগ করে।

খিলপাড়া বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেনের উপর হামলার ঘটনায় তার ছেলে আরিফ হোসেন বাদী হয়ে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
এদিকে খিলপাড়া বাজারের একজন ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে বাজারের ব্যবসায়ীদের মাঝে। বাজারের ব্যবসায়ীর উপর মাদক ব্যবসায়ীর হামলা কিছুতেই মেনে নিতে পারছে না তারা।
অবিলম্বে মাদক ব্যবসায়ী রবিউলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ব্যবসায়ীরা।উল্লেখ্য ব্যবসায়ী আনোয়ার হোসেন, মাদক ব্যবসায়ী রবিউলের নিকট থেকে তৈল বিক্রির প্রায় ৬ হাজার টাকা বকেয়া পাওয়ানা রয়েছে। বকেয়া টাকা পরিশোধের জন্য বললে রবিউল সব সময় বিভিন্ন রকম গালমন্দ করে আসতো। বাকি টাকা চাইলে তাকে চাঁদা দিতে হবে বলে হুমকি প্রদান করেছিল রবিউল।