চাটখিলে প্যানেল চেয়ারম্যান নির্বাচনে চেয়ারম্যানের অনিয়মের অভিযোগ
চাটখিল প্রতিনিধি
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এই অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করেছেন বলে জেলা প্রশাসক অফিস নিশ্চিত করেছেন।
নোয়াখালী চাটখিলের ৬ নং পাঁচগাও ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। এই নিয়ে নোয়াখালীর জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন সেই ইউপির সদস্য মোঃ আবু নাছের আশিক।তিনি গত ৫ই জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উক্ত ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

হয়আবেদন সূত্রে জানা যায় যে,৬ নং পাঁচগাও ইউনিয়ন পরিষদে নির্বাচন পরবর্তী ২ টি সভা অনুষ্ঠিত হলেও ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন প্যানেল চেয়ারম্যান নির্বাচন করছেন না।অথচ ইউনিয়ন পরিষদ আইন ৩৩(১) ধারা মোতাবেক পরিষদ গঠিত হওয়ার ১ম সভার ৩০ কার্যদিবসের মধ্যে ইউপি সদস্যদের ৩ সদস্য বিশিষ্ট প্যানেল চেয়ারম্যান নিজেদের মধ্য থেকে নির্বাচন করবেন।
কিন্তু চেয়ারম্যান নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য নিজের পছন্দের ব্যাক্তিকে প্যানেল চেয়ারম্যান করার পায়তারা করছে।
ইউপি মেম্বার আশিক আইন অনুযায়ী ভোটগ্রহণের মাধ্যমে ইউপি প্যানেল চেয়ারম্যান নির্বাচনের জন্য জেলা প্রশাসকের সহযোগিতা চেয়েছেন।
এ দিকে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এই অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করেছেন বলে জেলা প্রশাসক অফিস নিশ্চিত করেছেন।