চাটখিলে সাবেক ইউপি চেয়ারম্যানের উার হামলা
চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালী চাটখিল উপজেলার ২ নং রামনারায়নপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টুর (৫৩) উপর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার অভিযোগ উঠেছে। এই সময় তিনি এবং স্থানীয় এক গ্রাম পুলিশ আহত হয়।ঘটনাটি ঘটেছে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের রামনারায়নপুর গ্রামের নিয়াজ আলী বব্যাপারী বাবাড়িতে বুধবার সকালে।এই ঘটনায় বুধবার দুপুরে লিয়াকত আলী ভুট্টু
বাদী হয়ে চাটখিল থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়,
লিয়াকত আলী ভুট্রোর পরিবারের সাথে একই বাড়ির আবুল কাশেমদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল দীর্ঘদিন থেকে। এই নিয়ে আবুল কাশেম আদালতে মামলা করলেও লিয়াকত আলী ভুট্রোদের পক্ষে রায় দেয় আদালত। কিন্তু আবুল কাশেম জোর করে সে জমিনে দালান তুলতে গেলে ভুট্টু স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি কয়েকজন চকিদারকে ঘটনাস্থলে পাঠান। এতে আবুল কাশেম ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে লিয়াকত আলীকে হত্যার উদ্যেশে মাথায় কোপ দিলে তিনি তা প্রতিহতের চেষ্টা করেন এবং এতে তার হাত হাতে আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরন হয়। এ সময় আবুল কাশেম ও তার স্ত্রীর হামলায় একজন চৌকিদারও আহত হয়।
চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।