চাটখিলে ৫৪ বোতল বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী আটক
চাটখিল প্রতিনিধি
ঈদুল আযহা কে সামনে রেখে নোয়াখালীর চাটখিল উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনের তত্ত্বাবধানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই টিপু সুলতান,এ এসআই আলা উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ চাটখিল থানাধীন ৩ নং পরকোট ইউপির দৌলতপুর গ্রাম থেকে মাদক ব্যবসায়ী নাজিম উদ্দিন (২৩) পিতা-মৃত মোহাম্মদ আলী কে গ্রেফতার করে।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে নাজিমুদ্দিন জানায়, তার বসত ঘরের সিলিং এ ৫৪ বোতল মেকডুয়েল নামক বিদেশী মদ রয়েছে। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত মদ উদ্ধার করে।এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নাজিম উদ্দিনের সহযোগীদের গ্রেফতার প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ।










