চাটখিলে ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন স্থগিত করেছে জেলা আওয়ামীলীগ।
চাটখিল প্রতিনিধিঃ
চাটখিলে ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন স্থগিত করেছে জেলা আওয়ামীলীগ।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক জেলা আওয়ামী লীগের নির্দেশে চাটখিল উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড গুলোতে আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়ে প্রায় শেষের দিকে।
উপজেলার ২নং রামনারায়নপুরে ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ৮নং নোয়াখোলা ইউনিয়ন পশ্চিমের ৪টি ওয়ার্ডে পূর্ব নির্ধারিত ১৬ জুলাই সম্মেলন স্থগিত করে দলের নিবেদন নেতা কর্মীদের দিয়ে নতুন করে সম্মেলনের তারিখ নির্ধারণের নির্দেশ প্রদান করে চাটখিল উপজেলা আওয়ামীলীগ সভাপতি/সাধারণ সম্পাদককে নোটিশ দেয় জেলা আওয়ামীলীগ।
উল্লেখ্য বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নৌকার বিরুদ্ধে অবস্থান ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো অনেকেই ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি/সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।