০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চাটখিলের বদলকোটে বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • ১৪৯৩

চাটখিলের বদলকোটে বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা 

 

চাটখিল প্রতিনিধি

 

নোয়াখালীর চাটখিল উপজেলায় রাতে বেলা বাল্যবিয়ের অনুষ্ঠানে অভিযানের খবরে পালিয়েছে বর। অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করায় কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (১৮ জুলাই) রাতে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) এ এস এম মোসা অভিযান পরিচালনা ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি সাংবাদিকদের জানান, রোববার রাতে খবর পেয়ে বদলকোট ইউনিয়নের সপ্তগাঁও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী (১৫) এর বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে। অভিযানের খবর পেয়ে আগত বর ও তার লোকজন পালিয়ে যায়।

 

ইউএনও বলেন, স্কুলছাত্রীর বাবা বিদেশে থাকায় তার মা এই বিয়ের আয়োজন করেন। পরে বাল্যবিয়ে নিরোধ আইনে কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে এই মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়।

বাল্যবিয়ে প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

চাটখিলের বদলকোটে বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

আপডেট: ১২:৫৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

চাটখিলের বদলকোটে বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা 

 

চাটখিল প্রতিনিধি

 

নোয়াখালীর চাটখিল উপজেলায় রাতে বেলা বাল্যবিয়ের অনুষ্ঠানে অভিযানের খবরে পালিয়েছে বর। অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করায় কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (১৮ জুলাই) রাতে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) এ এস এম মোসা অভিযান পরিচালনা ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি সাংবাদিকদের জানান, রোববার রাতে খবর পেয়ে বদলকোট ইউনিয়নের সপ্তগাঁও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী (১৫) এর বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে। অভিযানের খবর পেয়ে আগত বর ও তার লোকজন পালিয়ে যায়।

 

ইউএনও বলেন, স্কুলছাত্রীর বাবা বিদেশে থাকায় তার মা এই বিয়ের আয়োজন করেন। পরে বাল্যবিয়ে নিরোধ আইনে কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে এই মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়।

বাল্যবিয়ে প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।