চাটখিল থানা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত
চাটখিল প্রতিনিধি
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার করিহাটি বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে জুলাই শনিবার বিকেল চারটায় অনুষ্ঠিত সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গিয়াস উদ্দিন।
কড়িহাটি বাজার কমিটির সভাপতি শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন। সভায় বক্তব্য রাখেেন খন্দকার জাহাঙ্গীর আলম দুলাল,সহসভাপতি উপজেলা আওয়ামী লীগ, হাজী মো.মানিক চেয়ারম্যান নোয়াখলা ইউনিয়ন পরিষদ, হারুন অর রশিদ বাহার চেয়ারম্যান রামনারায়ণপুর ইউনিয়ন পরিষদ,নুরুল আমিন শাকিল সোনাইমুড়ী ৯নং দেওটি ইউনিয়ন চেয়ারম্যান, মনির হোসেন প্রধান শিক্ষক কড়িহাটি উচ্চ বিদ্যালয়, সোলায়মান বুলু, সাধারণ সম্পাদক ৮নং নোয়াখলা ইউনিয়ন আওয়ামীলীগ, মো.হানিফ বাজারের ব্যবসায়ী প্রমূখ। সভা পরিচালনা করেন ব্যবসায়ী নুর হোসেন।
সভায় বাজার পরিচালনা কমিটির কর্মকর্তা নেতৃবৃন্দ,স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বাজারের আইন শৃঙ্খলা, বাজার উন্নয়নের নানাবিধ বিষয় গুরুত্ব আরোপ করেন। এছাড়া কড়িহাটি উচ্চ বিদ্যালয় ও ফাজিল মাদ্রাসার ছাত্রীদের আসা যাওয়ার পথে ইভটিজিং কারীদের বিষয়ে কঠোর হুশিয়ারী প্রদান করা হয় এবং প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের বিভিন্ন সমস্যা বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।