মাদক ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে খেলাধুলার ভূমিকা অপরিহার্য-নোয়াখালীতে মোঃ জাহাঙ্গীর আলম
জেলা প্রতিনিধি
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, সুস্থ থাকার জন্য খেলাধুলার প্রয়োজন আছে। খেলাধুলা আমাদের মন ও দেহকে সতেজ রাখে।
শনিবার (৫ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ লাইন্সে আন্তঃ থানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২২ শুভ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
মো. জাহাঙ্গীর আলম আরও বলেন, পুলিশ সদস্যরা নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে। খেলায় তাদের ঝুলিতে পুরুষ্কারও রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের জন্য নানান সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ট্রেইনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সামছুদ্দিন জেহান, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আকরামুল হাসান, অতিঃ পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. মোর্তাহীন বিল্লাহ, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ও জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উদ্বোধনী খেলায় সুধারাম মডেল থানা ও চাটখিল থানার খেলোয়াড় বৃন্দ অংশগ্রহণ করেন। সুধারাম মডেল থানা ২-০ গোলে চাটখিল থানাকে পরাজিত করে।