চাটখিলে একটিভ ফাউন্ডেশন এর অর্থায়নে মহিলা আওয়ামী লীগের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
চাটখিল প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলায় মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
চাটখিল উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এবং একটিভ ফাউন্ডেশন এর অর্থায়নে এই ঈদ উপহার সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়।
এ উপলক্ষে ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চাটখিল মহিলা ডিগ্রী কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, একটিভ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব জাহাঙ্গীর কবির, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী শামীমা আক্তার মেরীর সভাপতিত্বে, এতে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, চাটখিল পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমীর,চাটখিল বিআরডিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান,চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও যুবলীগ নেতা রাজিব হোসেন রাজু, চাটখিল উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক ইসমাইল হোসেন তরুণ প্রমুখ নেতৃবৃন্দ।