নোয়াখালী-৪(সদর-সুবর্ণচর)আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন
বিশেষ প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগের সাবেক ১নং যুগ্ন-আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তিনি গণসংযোগ করেন।
রোববার ও সোমবার জেলার সদর উপজেলার ১৩টি এবং সুবর্ণচর উপজেলার ৮টি ইউনিয়নের হাট-বাজারসহ বিভিন্ন স্থানে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও তিনি আওয়ামী লীগের প্রবীণ নেতা, অসুস্থ আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দেখা এবং মৃতদের কবর জিয়ারত করেন।এ সময় তিনি প্রধানমন্ত্রীর হাত কে শক্তিশালী করার জন্য তৃণমূলের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ।
গণসংযোগ কালে তার সাথে ছিলেন,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ উদ্দিন বাহার চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি জাকিউল ইসলাম দুলাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমন, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মাকসুদুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বহিরাগতদের বাদ দিয়ে জেলা সদর থেকে স্থানীয় নেতৃত্বের হাতে দলীয় প্রতীক নৌকার টিকিট চায় নেতাকর্মীরা।
শাহিন বলেন, আমি নোয়াখালী-৪ আসনে আমাদের মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনা ও আমাদের অভিভাবক ওবায়দুল কাদেরের কাছে দলীয় মনোনয়ন চাইব। দল আমাকে মনোনয়ন দিলে এখানকার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগন অতীতের সকল রেকর্ড ভেঙে নৌকার বিজয় নিশ্চিত করবে বলে আমি বিশ্বাস করি। আর যদি আমাকে মনোনয়ন নাও দেয় আমি নৌকার পক্ষে অটল থেকে নেতাকর্মীদের নিয়ে দলের জন্য কাজ করবো।