চাটখিল, নোয়াখালী, বিশেষ সংবাদ | তারিখঃ নভেম্বর ১৫, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 16223 বার
চাটখিলে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল
বিশেষ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাটখিল-সোনাইমুড়ি আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম ও চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাটখিল-সোনাইমুড়ি আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের সমর্থনে চাটখিল উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান খান বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আহসান হাবিব সমীর, বিআরডিবির চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান প্রমুখ।
সঞ্চালনা করেন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান বাবর, সাবেক ছাত্রনেতা দিদারুল আলম, জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান, যুবলীগ নেতা নজরুল দেওয়ান, লোকমান হোসেন পুতুল, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, চেয়ারম্যান, পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, কাউন্সিলর বিন্দু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগামী ৭ জানুয়ারি ২০২৪ সালে ৩০০ আসনে ভোটগ্রহণ হবে।
বুধবার (১৫ নভেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশনে জাতির উদ্দেশে ভাষণ প্রদানকালে তিনি আরও বলেন,
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অনাকাঙ্ক্ষিত যেকোন পরিস্থিতি প্রতিহত করতে
অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমি সকল রাজনৈতিক দলকে আহবান করবো সংঘাতের পথ পরিত্যাগ করতে।
উদ্বেগ উৎকন্ঠা পরিহার করে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে জনগনকে আহবান জানান তিনি।
তিনি জানান, ইসির সকল কাজ সম্পন্ন করা হয়েছে। মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ এবং ভোট কেন্দ্র ৪৮ হাজার।
তিনি জানান, দ্বাদশ জাতীয় নিবাচন তফসিল
ভোটগ্রহণ: ৭ জানুয়ারি
মনোনয়ন দাখিল: ৩০ নভেম্বর।
মনোনয়ন যাচাই-বাছাই: ১-৪ ডিসেম্বর।
মনোনয়ন প্রত্যাহার: ১৭ ডিসেম্বর।
প্রতীক বরাদ্দ: ১৮ ডিসেম্বর। আর
প্রচারণা: ১৮ ডিসেম্বর থেকে
Leave a Reply