জাতীয়, বিশেষ সংবাদ | তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 6567 বার
ক্ষমাশীল দৃষ্টিতে’ দেখতে ইসিকে অনুরোধ ধর্মমন্ত্রীর
বিশেষ প্রতিনিধি
প্রকাশ্যে নিজের ভোট দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনে (ইসি) হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আজ সোমবার ইসিতে উপস্থিত হয়ে তিনি বিষয়টি ‘ক্ষমাশীল দৃষ্টিতে’ দেখার জন্য ইসিকে অনুরোধ করেছেন। অবশ্য ইসি এখনো এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানায়নি।
ফরিদুল হক খান ৭ জানুয়ারি ইসলামপুর উপজেলার গলাবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট দেন। এটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাঁর বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ১৫ জানুয়ারি (আজ) বেলা তিনটায় নির্বাচন কমিশন সচিবালয়ে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিল ইসি।
আজ বিকেলে নির্ধারিত সময়ে ইসিতে হাজির হন ফরিদুল হক খান। খুব অল্প সময় শুনানি হয়। পরে ফরিদুল হক খান সাংবাদিকদের বলেন, সরকার বা তিনি আইনের ঊর্ধ্বে নন। বিধান অনুসারে ইসি তাঁকে উপস্থিত হতে বলেছেন। সে অনুযায়ী তিনি উপস্থিত হয়ে তাঁর বক্তব্য তুলে ধরেছেন।
ধর্মমন্ত্রী বলেন, তাঁর বিশ্বাস তিনি বড় অপরাধ করেননি। তারপরও তিনি ইসিকে বলেছেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বিষয়টি ক্ষমাশীল দৃষ্টিতে দেখার অনুরোধ করেছেন। ইসি বলেছে, তারা বিষয়টি দেখবে।
অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকে এখনো সিদ্ধান্তের বিষয়ে কিছু জানানো হয়নি।
Leave a Reply