সোনাইমুড়ী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি সুপারী বাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম আনোয়ার হোসেন লেদা (২৮) সে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নয়ারাজারামপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
শনিবার (১২ মার্চ) বিকেলের দিকে উপজোর নয়ারাজামপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, লেদা দুপুরে খাবার শেষে বাড়ি থেকে বের হন। দুপুর ৩ টার দিকে একই বাড়ির সোহেল তার লাশ বাড়ির পাশে সুপারী বাগানে পড়ে থাকতে দেখে চিৎকার করে। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে সে আত্মহত্যা করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।