০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সেনবাগ ইউপি নির্বাচনে চেয়ারম্যা প্রার্থী-গিয়াস উদ্দিন জীবন।

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • ১০৫৪

সেনবাগে ইউপি নির্বাচনে দলীয় নমিনেশন দাবিদার গিয়াস উদ্দিন জীবন,হতে চান ইউনিয়ন যুব সমাজের আইকন…..

সেনবাগ প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তিনটি ইউনিয়ন ইউপি নির্বাচনের শিডিউল তাতে ঘোষণা রয়েছে। ঈদ এবং নির্বাচনী আমেজ মানুষকে দিচ্ছেন অতিরিক্ত প্রশান্তি। তারই ধারাবাহিকতায় ২নং কেশারপাড় ইউনিয়নে চলছে যোগ্য/ অযোগ্য প্রার্থিতার প্রচারণা….

প্রার্থিতা ঘোষণা নিয়ে মাঠে বিচরণ করছেন অনেকেই। জনো মুখে শোনা যাচ্ছে নির্বাচনী প্রতীক না দেওয়ার সম্ভাবনা। তাই নতুনত্ব অনেক মুখ দেখা যাচ্ছে রাস্তাঘাটে, চা-দোকানে ও মানুষের দুয়ারে দুয়ারে নিজেদের প্রচারণায়। আজ সময় জনগণের, কাকে দেবেন তার উপযুক্ত ভোট।

আজকের জনগণ সর্বদায় সতর্ক, তাদের ধ্যান-ধারণা জুড়ে অপেক্ষমান একজন ভালো মানুষের। তারই প্রতিচ্ছবি গিয়াস উদ্দিন জীবন চৌধুরী। জনপ্রিয়তায় কোন অংশে পিছিয়ে নেই তিনি। জনতার আবেগঘন স্বপ্নের মিছিল সে দিকেই ইঙ্গিত করে।

তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ অবধি মানুষের কল্যাণে সদা সর্বদা রয়েছেন নিয়োজিত। তিনি আশা করেন সেনবাগ- সোনাইমুড়ি আংশিক আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলম আওয়ামী লীগ সমর্থিত দলীয় নমিনেশন তাকে ঘোষণা করলে তিনি জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জনে নিজস্ব সাধ্যের অপূর্ণ কাজগুলো জন- দোয়ারে পৌঁছে দিতে সক্ষম হবেন।

অতীতের ন্যায় বর্তমানেও তিনি তার ইউনিয়ন ব্যাপী প্রত্যেকটি ওয়ার্ড আওয়ামী সংগঠন এবং অঙ্গ সংগঠন এর নেতা কর্মীদের খোঁজখবর এবং ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করছেন।

পাশাপাশি সাধ্য অনুযায়ী তিনি মধ্যবিত্ত সহ গরীব, দুখী, মেহনতী মানুষের পাশেও এই নগদ অর্থ সহযোগিতা দিচ্ছেন। তিনি মিডিয়া ব্যক্তিত্ব শাহাদাত হোসাইন স্বপনকে জানান,

অত্র ইউনিয়ন জনমনে আমি রয়েছি সেই ছাত্র জীবন থেকেই। আজ অবধি নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সুখে এবং দুঃখে বারংবার নিজেকে শামিল করার আপ্রাণ চেষ্টা ছিলাম নিয়মিত। তারই ফলশ্রুতিতে জনগণ তাদের মনে আমার জন্য জায়গা থাকা অন্তর আত্মার বহিরপ্রকাশ তাদের সরল মনের কথোপকথন গুলো নির্দ্বিধায় প্রকাশ করছেন।

আমার ইউনিয়ন জনগণ চাইলে আমি ভবিষ্যতেও তাদের বিশ্বস্ত সম্পর্কের বাঁধনে অনবর, অটল-অবিচল থাকবো ইনশাআল্লাহ।

জনগণের বিশ্বস্ত হাতিয়ার গিয়াসউদ্দিন জীবন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য, জেলা আওয়ামী যুবলীগ, নোয়াখালী।

সেনবাগ ইউপি নির্বাচনে চেয়ারম্যা প্রার্থী-গিয়াস উদ্দিন জীবন।

আপডেট: ০৯:৪৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২

সেনবাগে ইউপি নির্বাচনে দলীয় নমিনেশন দাবিদার গিয়াস উদ্দিন জীবন,হতে চান ইউনিয়ন যুব সমাজের আইকন…..

সেনবাগ প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তিনটি ইউনিয়ন ইউপি নির্বাচনের শিডিউল তাতে ঘোষণা রয়েছে। ঈদ এবং নির্বাচনী আমেজ মানুষকে দিচ্ছেন অতিরিক্ত প্রশান্তি। তারই ধারাবাহিকতায় ২নং কেশারপাড় ইউনিয়নে চলছে যোগ্য/ অযোগ্য প্রার্থিতার প্রচারণা….

প্রার্থিতা ঘোষণা নিয়ে মাঠে বিচরণ করছেন অনেকেই। জনো মুখে শোনা যাচ্ছে নির্বাচনী প্রতীক না দেওয়ার সম্ভাবনা। তাই নতুনত্ব অনেক মুখ দেখা যাচ্ছে রাস্তাঘাটে, চা-দোকানে ও মানুষের দুয়ারে দুয়ারে নিজেদের প্রচারণায়। আজ সময় জনগণের, কাকে দেবেন তার উপযুক্ত ভোট।

আজকের জনগণ সর্বদায় সতর্ক, তাদের ধ্যান-ধারণা জুড়ে অপেক্ষমান একজন ভালো মানুষের। তারই প্রতিচ্ছবি গিয়াস উদ্দিন জীবন চৌধুরী। জনপ্রিয়তায় কোন অংশে পিছিয়ে নেই তিনি। জনতার আবেগঘন স্বপ্নের মিছিল সে দিকেই ইঙ্গিত করে।

তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ অবধি মানুষের কল্যাণে সদা সর্বদা রয়েছেন নিয়োজিত। তিনি আশা করেন সেনবাগ- সোনাইমুড়ি আংশিক আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলম আওয়ামী লীগ সমর্থিত দলীয় নমিনেশন তাকে ঘোষণা করলে তিনি জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জনে নিজস্ব সাধ্যের অপূর্ণ কাজগুলো জন- দোয়ারে পৌঁছে দিতে সক্ষম হবেন।

অতীতের ন্যায় বর্তমানেও তিনি তার ইউনিয়ন ব্যাপী প্রত্যেকটি ওয়ার্ড আওয়ামী সংগঠন এবং অঙ্গ সংগঠন এর নেতা কর্মীদের খোঁজখবর এবং ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করছেন।

পাশাপাশি সাধ্য অনুযায়ী তিনি মধ্যবিত্ত সহ গরীব, দুখী, মেহনতী মানুষের পাশেও এই নগদ অর্থ সহযোগিতা দিচ্ছেন। তিনি মিডিয়া ব্যক্তিত্ব শাহাদাত হোসাইন স্বপনকে জানান,

অত্র ইউনিয়ন জনমনে আমি রয়েছি সেই ছাত্র জীবন থেকেই। আজ অবধি নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সুখে এবং দুঃখে বারংবার নিজেকে শামিল করার আপ্রাণ চেষ্টা ছিলাম নিয়মিত। তারই ফলশ্রুতিতে জনগণ তাদের মনে আমার জন্য জায়গা থাকা অন্তর আত্মার বহিরপ্রকাশ তাদের সরল মনের কথোপকথন গুলো নির্দ্বিধায় প্রকাশ করছেন।

আমার ইউনিয়ন জনগণ চাইলে আমি ভবিষ্যতেও তাদের বিশ্বস্ত সম্পর্কের বাঁধনে অনবর, অটল-অবিচল থাকবো ইনশাআল্লাহ।

জনগণের বিশ্বস্ত হাতিয়ার গিয়াসউদ্দিন জীবন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য, জেলা আওয়ামী যুবলীগ, নোয়াখালী।