সারাবিশ্ব | তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 654 বার
বিশেষ প্রতিনিধিঃ
যুদ্বে মানে অনিবার্য ধ্বংস, রক্তক্ষয়, অসংখ্য মানুষের প্রাণহানি। পূর্ব ইউরোপে যুদ্ধ শুরু হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর রুশ সেনাবাহিনী বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালিয়েছে।
সংবাদমাধ্যম মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে অনেক জায়গায় বিস্ফোরণ হয়েছে। এ যুদ্ধের কারণে বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং আহতের সংখ্যাও অনেক।
রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আর এই যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে সাধারণ নাগরিকদের সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার ইউক্রেনে হামলার পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। কিছু কিছু ভিডিওতে রুশ বাহিনীর আক্রমণের ফলে ধ্বংসের ছবি দেখা যায়। আবার কোনো কোনো ভিডিওতে লোকজনকে নিজের পরিবারের সদস্যদের সুরক্ষার ব্যবস্থা করতে দেখা যাচ্ছে।
রাশিয়ার হামলার পর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সেনার গতিবিধি জোরদার হয়েছে। নাগরিকরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে লোকজনকে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে এবং বিদায় জানাতে দেখা যায়। এমনই একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক শিশুকন্যা তার বাবাকে বিদায় জানাতে এসেছে। বাবা-মেয়ে দুজনের চোখেই পানি। বাবা-মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে রয়েছে। চোখে ঝরে পড়ল অশ্রুধারা। বাবা বারবার তার মেয়েকে আদর করছেন। বলার অপেক্ষা রাখে না, ভিডিওটি খুবই আবেগবিহ্বল। আর সেই ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এই ভিডিও দেখে অনেকেই চোখের পানি চেপে রাখতে পারছেন না।
উল্লেখ্য, ভিডিওটি বৃহস্পতিবার রাতে টুইটারে শেয়ার করা হয়েছিল। প্রচুর রিটুইটও হয়েছে। কমেন্টে প্রচুর মন্তব্য দেখা যাচ্ছে। যুদ্ধে যোগদানকারী বাবার সুরক্ষার প্রার্থনাও করেছেন অনেকে। সেই সঙ্গে যুদ্ধ বন্ধের দাবিও জানিয়েছেন অনেক মানুষ।
Leave a Reply