নোয়াখালী প্রতিনিধি
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণের প্রস্তাব করেছে জেলা প্রশাসন। গত ২৩ ফেব্রুয়ারি প্রস্তাবনার চিঠিটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।
সোমবার (১৪ মার্চ) বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শ্রুতিমধুর নয় এমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য উপজেলা কমিটির প্রস্তাবনার ভিত্তিতে ওই চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে কাদের মির্জা ছাড়াও তার বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধের সংগঠক আলী ইমাম চৌধুরী, মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও ফজলুল হক চৌধুরীর নামেও সরকারি বিদ্যালয়ের নামকরণের প্রস্তাব করা হয়েছে।
এর মধ্যে উত্তর চরলেংটা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের পরিবর্তে আবদুল কাদের মির্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় করার প্রস্তাব করা হয়।
এছাড়া দক্ষিণ গাংচিল আশ্রয়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে আলী ইমাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরলেংটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চরহাজারী ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ফজলুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণের প্রস্তাব করা হয়।